নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সিলেট মহানগরীতে ১৮ দলীয় জোটের তাণ্ডব

Monday, November 25, 2013

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সিলেট মহানগরীতে ১৮ দলীয় জোটের তাণ্ডব


নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোট সিলেট মহানগরীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ককটেল ফাটিয়েছে খৈয়ের মতো। ভাংচুর করেছে অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও অন্যান্য যানবাহন। এ সময় অন্ততঃ ৫ জন পথচারী আহত হয়।


প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ১৮ দল মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি মিছিল বের করে। এর নেতৃত্বে ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম প্রমুখ।


এই মিছিলটি জিন্দাবাজার পৌঁছার পরপরই শুরু হয় ককটেল বিস্ফোরণ। এখানে কমপক্ষে ২৫টি ককটেল ফাটানো হয়। ভাংচুর করা হয় ১৫-২০টি দোকান। এছাড়া বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয়।


এছাড়াও মহানগরীর বন্দরবাজার, লামাবাজার, মিরবক্সটুলা, রিকাবীবাজার, মিরাবাজার ও শাহী ঈদগাসহ বিভিন্ন এলাকায় প্রচুর ককটেল বিস্ফোরণ এবং ব্যাপকহারে দোকান ও যানবাহন ভাংচুর করা হয়।


রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর ধোপাদিঘির উত্তরপাড়স্থ জাতীয় পার্টির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License