শাবিপ্রবি থেকে জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগ ॥ বিক্ষুব্ধ ক্যাম্পাস ॥ ঘেরাও

Tuesday, November 26, 2013

শাবিপ্রবি থেকে জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগ ॥ উত্তপ্ত ক্যাম্পাস ॥ ঘেরাও


নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক পদত্যাগ করেছেন।


altএনিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। জনপ্রিয় এ দুই শিক্ষকের সাথে একাত্মতা প্রকাশ করে আরো কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।


ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের পদত্যাগের খবরে ও সমন্বিত ভর্তি পরীক্ষা বহালের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তারা ভর্তি পরীক্ষা বহাল এবং ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের পদত্যাগপত্র গ্রহণ না করার দাবি জানিয়ে উপাচার্যের বাসভবন মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ঘেরাও করে রাখে।


জাফর ইকবাল দম্পতির পদত্যাগ ও সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণায় শিক্ষকরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।


আগামী ৩০ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু কিছু শিক্ষার্থী ও অভিভাবকের দাবিতে মঙ্গলবার বিকেলে ওই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License