বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারি ॥ তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন দেশের ৩শ টি সংসদীয় এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত করতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশনে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করেন।
এই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহার ১৩ ডিসেম্বর। প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আনসার-ভিডিপি, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে।
তিনি জানান, এবার প্রতিটি কেন্দ্রের নির্বাচনী ফলাফলে ভোটের সংখ্যা অংকের পাশাপাশি কথায়ও লেখা থাকবে।
সিইসি বলেন, প্রতিটি জেলায় নির্বাচনী আচরণবিধি মনিটরিং টিম থাকবে। এই মনিটরিং টিম কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।
কাজী রকিব উদ্দিন আহমদ সকল রাজনৈতিক দলকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।
তিনি দেশবাসীকে নিশ্চিত করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment