কানাইঘাটে জাপা নেতার হাতুড়ি পেটায় পৌর কাউন্সিলর গুরুতর আহত

Sunday, November 24, 2013

কানাইঘাটে জাতীয় পর্টির সাবেক সাধাণ সম্পাদকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন কানাইঘাট পৌর সভার এক কাউন্সিলর। আহত কাউন্সিলরকে সিলেট এমওজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে একটি মোটর সাইকেল ও একটি সিএনজি ফোরস্ট্রোকের ক্রসিং নিয়ে দু’টি পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কানাইঘাট পৌরসভার কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, ফোরস্ট্রোক চালক ফয়সল ও বাবুল আহমদ আহত হন। আহতদের মধ্যে কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা ও বাবুল আহমদকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বেলা ১২টার দিকে কাউন্সিলর রহিম উদ্দিনের ভাই ফয়সল একটি ফোরস্ট্রোক চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় উপজেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি বাবুল আহমদের মটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান। এ ঘটনায় চালক ফয়সল বাবুলের কাছে ক্ষমা চাইলে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে বাবুলের পক্ষ নিয়ে ধনপুর গ্রামের জনৈক মোক্তার আহমদ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ফোরস্ট্রোক চালক ফয়সল আহমদকে আঘাত করতে চাইলে সে পালিয়ে রক্ষা পায়। পরে তার লোকজন বাবুল ও মোক্তারকে ধাওয়া দিলে বাবুল একটি দোকান ঘরে গিয়ে আশ্রয় নেন। এ খবর ছড়িয়ে পড়লে বাবুলের পক্ষের লোকজন উপজেলা গেটে অবস্থান গ্রহন করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে বাবুল ঘর থেকে বেরিয়ে আসলে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যয়ে বাবুল উত্তেজিত হয়ে ওয়ার্কশপ থেকে একটি হাতুড়ি নিয়ে রহিম উদ্দিন ভরসাকে আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License