নতুন বার্তা,ঢাকা: দলের বহিষ্কৃত সাবেক জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ পাল্টাপ্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ বলেন, “জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদকে পার্টি থেকে বহিষ্কার করেছি।”
গত ১৮ নভেম্বর নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে জানিয়ে সর্বদলীয় সরকারে যোগ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ সময় তিনি মহাজোট ছাড়ারও ঘোষণা দেন।
এর পর থেকে এরশাদের কঠোর সমালোচনা করে আসছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর। এরশাদকে ‘জাতীয় বেইমান’ বলেও উল্লেখ করেন তিনি।
No comments:
Post a Comment