জকিগঞ্জে জোড়া খুনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

Wednesday, November 27, 2013

জকিগঞ্জে জোড়া খুনের ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। জকিগঞ্জ থানার মামলা নং ১, তাং ২৬.১১.১৩। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শাহাদত হোসেনের স্ত্রী আফিয়া বেগম (২৪) ও আজমদ আলীর স্ত্রী নাজমা বেগম (২২)।


মঙ্গলবার সকালে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে খুন হন উপজেলার কাজলসার ইউনিয়নের নোয়াগ্রামের সমজিদ আলীর ছেলে সিএনজি চালক মখলিছুর রহমান (৩৮) ও জমির আলীর ছেলে প্রবাস ফেরত খসরু মিয়া (৩৬)।


স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাদেকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।


জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া জানান, আসামী গ্রেফতারের ব্যাপারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউপি চেয়ারম্যান সদস্যবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মিটিং করেছি। সহকারি পুলিশ সুপার ফারুক আহমদসহ মামলার তদন্তকারী কর্মকর্তা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িত বাকী আসামীদের গ্রেফতার করতে সোর্স নিয়োগ করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License