সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ : সিলেট বিভাগে নতুন মুখ ৫
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সিলেট বিভাগের ১৯টি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থীদের মধ্যে ১৪ জনই পুরনো। নতুন মুখ ৫। নতুনদের মধ্যে সিলেটে ১ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারের ১ জন ও হবিগঞ্জে ২ জন রয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বিকেলে ঢাকায় দলীয় সভাপতির কার্যালয়ে দেশের ৩শ টি আসনের এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থীরা হলেন, সিলেট-১ আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ (নতুন) ও সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ।
সুনামগঞ্জ-১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ এম. এ মান্নান, সুনামগঞ্জ-৪ ব্যারিস্টার এনামুল কবির ইমন (নতুন) ও সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক।
মৌলভীবাজার-১ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ বজলুল করিম (নতুন), মৌলভীবাজার-৩ সৈয়দ মহসিন আলী ও মৌলভীবাজার-৪ মো. আব্দুস শহীদ।
হবিগঞ্জ-১ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী, নতুন), হবিগঞ্জ-২ মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ এডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-৪ মাহবুব আলী (নতুন)।
No comments:
Post a Comment