মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শহরের ওয়াপদা সড়কের পাশে সেলিম মিয়া নামের এক হোটেল শ্রমিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কাউন্সিলরকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে গাড়ীর ভাঙ্গা কাঁচের টুকরা পাওয়া গেছে। এটি সড়ক দুর্ঘটনা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ।
এদিকে, সকালে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বৃদ্ধা সবজান বিবি (৬১) রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
অপরদিকে, শ্রীমঙ্গল রেলস্টেশনের কাছে শাহাজীবাজার এলাকায় রেল লাইনের ওপর থেকে অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে রেললাইনে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ সকাল দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
Sunday, November 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment