আমাদের সিলেট ডটকম :
বিয়ানীবাজারে গত বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা, পুলিশের উপসি’তিতে ছাত্রলীগ, যুবলীগ ক্যাডার কর্তৃক প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট এবং ১৮ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ১৮ দলীয় জোটের নেতারা।
এক বিবৃতিতে জেলা ১৮ দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা ১৮ দলীয় জোটের সদস্য সচিব ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার অবরোধ চলাকালে বিয়ানীবাজারে ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে অতি উৎসাহী পুলিশ সদস্যরা হামলা করে নিরীহ নেতাকর্মীদের আহত করেছে। পাশাপাশি পুলিশের উপস্থিতিতে চিহ্নিত ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে বিয়ানীবাজার শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন’ পুলিশ প্রশাসন উল্টো ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করে বাড়ি বাড়ি অভিযানের নামে বিয়ানীবাজারে এক অনাকাংখিত পরিবেশের তৈরী করেছে। হুঁশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, কতিপয় অতি উৎসাহী পুলিশ ও উস্কানিদাতাদের কারণে শান্তির জনপদ বিয়ানীবাজার অশান্ত হয়ে উঠলে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে। নেতৃবৃন্দ পুলিশকে সংযত আচরণ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও চিহ্নিত ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের গ্রেফতারের দাবী জানান।
জেলা ১৮ দলীয় জোটের বিবৃতি : মিথ্যা মামলা ও ঘরে ঘরে অভিযানের নামে শান্তির জনপদ বিয়ানীবাজারকে অশান্ত করবেন না
Saturday, November 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment