সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটকে আরো জনপ্রিয় করার জন্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। এজন্য আন্তর্জাতিক মানের খেলাধুলা ও টুর্নামেন্ট ঢাকার বাইরে আয়োজনের চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
নাজমুল হাসান পাপন আরো বলেন, সিলেট বিভাগীয় স্টেডিয়ামের এখন আর আন্তর্জাতিক ভেন্যু হতে কোন বাধা নেই। এখানে আগামী বছরের শুরুতে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।
বিসিবি সভাপতি স্টেডিয়াম মাঠ, গ্যালারি ও মিডিয়া সেন্টারসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন।
এসময় বিসিবি এবং সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment