দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সোমবার সন্ধ্যায় ঘোষণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতির উদ্দেশে এই ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ডিং সরঞ্জাম আনা হয়েছে। বিকেল তিনটায় ভাষণটি রেকর্ড করা হবে। আজ বিকেলে এক জরুরী কমিশন সভা বসবে। এর আগে সকাল থেকে দুই দফা বৈঠকে বসে কমিশন। এই বৈঠকেই তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়
No comments:
Post a Comment