জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি ॥ নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত ৩

Sunday, November 24, 2013

জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি ॥ নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত ৩


এস এস মিঠু, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফোঁপড়া গ্রামের কৃষিজীবী মোশারফ হোসেন মণ্ডলের বাড়িতে শনিবার ২৩ নভেম্বর মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।


সংঘবদ্ধ ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে নগদ দেড়লাখ টাকা, ২টি মোটর সাইকেল, ৫ ভরি স্বর্ণালংকার, ৩টি রঙিন টেলিভিশন ও ৬টি মূল্যবান মোবাইল সেটসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।


ডাকাতিকালে বাধা দেয়ায় ডাকাতদের হামলায় গৃহকর্তার বড়ছেলে মোস্তাফিজার রহমান, তার স্ত্রী তহমিনা বেগম ও ছোটছেলে মোখলেছার রহমান আহত হন।।


এরমধ্যে মোশারফ হোসেন মণ্ডলের বড়ছেলে ও তার স্ত্রীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান ও ডাকাতদের হামলায় আহতরা জানান, আনুমানিক রাত ২টার দিকে ২০/২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল ওই বাড়িতে হানা দেয় এবং প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License