সিলেটে বিজয়ের মাসকে বরণ করলো মুক্তিযুদ্ধ অনুশীলন ॥ শুরু হচ্ছে পাঠাগারের বই সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারো মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে।
এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদক বশির আহমদ জুয়েল, নির্বাহী সদস্য ধ্রুব গৌতম, সিলেট মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সমাজকর্মী পিংকু তালুকদার, নতুন প্রজন্মের প্রতিনিধি দীপ্র আসিফুল হাই, পুনম কর পূজা, প্রিয়াশ্রী কর পিউ প্রমুখ।
কর্মসূচি শেষে ঘোষণা করা হয়, এ বছরের মহান বিজয় দিবস থেকে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের মুক্তিযুদ্ধ পাঠাগারের জন্যে মুক্তিযুদ্ধের বই সংগ্রহ শুরু করা হবে।
মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট প্রতিবছর মহান স্বাধীনতার মাস, বিজয়ের মাস ও একুশের মাসকে আনুষ্ঠানিকভাবে বরণ করে।
No comments:
Post a Comment