বরিশাল-১ আসনে প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ : নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা

Saturday, November 30, 2013

বরিশাল-১ আসনে প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ : নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এই মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকার নেতাকর্মীরা বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

altবরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মামলার কারণে আবুল হাসানাত আব্দুল্লাহ প্রার্থী হতে পারেননি। তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বরিশাল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে মনোনয়ন দেয়া হয়। তিনি ৪ দলীয় ঐক্যজোট প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে পরাজিত করে বিজয়ী হন।

এবার এ আসনে আওয়ামী লীগ থেকে আবুল হাসানাত আব্দুল্লাহকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন যারা দলীয় কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন পুনরায় তারা সক্রিয় হতে শুরু করেছেন।

আবুল হাসানাত আব্দুল্লাহ্ ১৯৯১ ও ১৯৯৬ সালে এ আসন থেকে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব সুনামের সাথে পালন করেন।

এসময় তিনি এলাকায় বিভাগীয় বেবী হোম, বিভাগীয় কৃষি বিপণন কেন্দ্র, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়ক নির্মাণ, শিকারপুর ও দোয়ারিকা সেতু, পয়সারহাট সেতু নির্মাণ, আগৈলঝাড়া ও গৌরনদী হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, গৌরনদী পৌরসভা বাস্তবায়ন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখা স্থাপন, বিভিন্ন সড়ক সংস্কার ও পাকাকরণসহ সমগ্র বরিশালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License