বানিয়াচংয়ে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ বিএনপি-জামাত বলছে ভুল বুঝাবুঝি
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বড় বাজারে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। রবিবার ২৪ নভেম্বর বিকালে সাব-রেজিস্ট্রি অফিস রোডে এ ঘটনা ঘটে।
১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক দোকানের জিনিসপত্র তছনছ হয়ে যায়। তবে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহিবুর রহমান বাবলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, বিএনপির সহ সভাপতি মুজিবুল হোসেন মারুফ প্রমুখ।
পথসভা শেষ হওয়ার পর উত্তেজিত ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদেরকে নেতৃবৃন্দ দুই দিকে সরিয়ে নিয়ে যান।
ধাওয়া-পাল্টা ধাওয়া সম্পর্কে জানতে চাইলে একাধিক বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা ঘটনাটিকে জুনিয়র কর্মীদের ভুল বুঝাবুঝি উল্লেখ করে তা নিরসন হয়ে গেছে বলে জানান।
No comments:
Post a Comment