শাবি‘র ভিসি অফিসে তালা, একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ পদ্ধতির পরীৰা বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত

Wednesday, November 27, 2013

আমাদের সিলেট ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ (ক্লাস্টার) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাতিলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে শাবি’র একাডেমিক কাউন্সিল।

আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত টেলিফোনে যশোর বিশ্ববিদ্যালয় কর্তৃপৰকে অবহিত করেছেন শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া।

সকাল থেকে শুরু হয়ে আজ বেলা দেড়টায় শেষ হয় একাডেমিক কাউন্সিলের এই সভা। সিলেটর সর্বস্তরের সচেতন মহলের দাবীর প্রেৰিতে এর আগে গত মঙ্গলবার বিকেলে গুচ্ছ পদ্ধতির এই ভর্তি পরীৰা স্থগিত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপৰ। আগামী শনিবার এই ভর্তি পরীৰা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী শিৰক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হকের পদত্যাগ পত্র প্রসঙ্গেও আলোচনা হয়েছে। সভার পৰ থেকে যোগাযোগ করে ভিসি ড. জাফর ইকবাল ও তার স্ত্রীকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে, এখনো পদত্যাগের বিষয়ে ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিরসন ও গুচ্ছ পদ্ধতির পরীৰা বহাল রাখার দাবীতে সকালেই ভিসি অফিসের সামনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন কতিপয় শিৰার্থীরা। একাডেমিক কাউন্সিলের সভা শেষে ভিসিসহ সিনিয়র শিৰকরা এসব ছাত্রদের সাথে কথা বলছেন বলে জানা গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License