১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ১৮ দলীয় জোটের যুগ্ম-আহবায়ক ও উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম আখতার ফারুক ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুহেলের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, দপ্তর সম্পাদক বশির আহমদ, যুব বিষয়ক সম্পাদক আহমদ-নুর-উদ্দিন, জামায়াতের সহ-সেক্রেটারী ফখরুল ইসলাম খান, জামায়াত নেতা ডাঃ কাওছার আহমদ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওদুদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সায়েদ আহমদ, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, কদর আলী, তাজুল ইসলাম, সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, তাজ উদ্দিন আহমদ কিনু, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আমির আলী, ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি জহির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বিএনপি নেতা ফরিদ আহমদ, আবদুল কুদ্দুছ, মতছির আলী, শামিম আহমদ, বজলু মিয়া, আলতাব আলী মেম্বার, হাফিজ আরব খান, জামায়াতের সহকারি সেক্রেটারী আবদুল মুকসিত আখতার, মতিউর রহমান, খেলাফত মজলিস নেতা সায়েক আহমদ প্রমূখ।
এদিকে, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্বনাথে বিএনপির একাংশ উপজেলা সদরে প্রধান সড়কগুলো মহড়া দিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. সারোয়ার হোসেন চেরাগের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নানু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, হাজি আবদুল হাই, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, বিএনপি নেতা গনি শাহ, আলা উদ্দিন, আশিক মিয়া, রইছ আলী, নুর মেম্বার, বশির আহমদ, ইংরেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, জাকারিয়া সিকদার প্রমূখ।
বিশ্বনাথে ১৮ দলীয় জোটের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
Thursday, November 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment