শ্রমিক ধর্মঘটে অচল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প ॥ পাথর উত্তোলন বন্ধ
তনুজা শারমিন তনু, দিনাজপুর : অচল অবস্থা কাটেনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে। সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ায় ৫ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার ২৮ নভেম্বর ধর্মঘটের ৪র্থ দিন পার করেছেন খনি শ্রমিকরা। ফলে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
সমঝোতার মধ্যস্থকারী পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হেনুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যেকোন সময় সমঝোতা হতে পারে।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, খনি কর্তৃপক্ষ শ্রমিকদের কোন দাবি না মেনে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে বুধবার সন্ধ্যায় শ্রমিকরা সমঝোতা বৈঠক থেকে ফিরে আসে।
এদিকে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উদ্দিন জানান, শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) মীর আব্দুল হান্নান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মান্নানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল শ্রমিকদের সঙ্গে আলোচনা বৈঠকে বসে। সেখানে শ্রমিকদের দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়; কিন্তু শ্রমিকরা তাদের সেই প্রস্তাব মানেনি। তাই সমঝোতা ভেস্তে গেছে।
No comments:
Post a Comment