যুদ্ধাপরাধী মঈনুদ্দিনকে ফেরৎ পাঠাতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসীদের সমাবেশ
মতিয়ার চৌধুরী, লন্ডন : ব্রিটেনে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা সমাবেশ করেছেন।
বুধবার ২৭ নভেম্বর লন্ডন সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রিটেনের ৭৩টি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত আইসিটি সাপোর্ট ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
সাবেক ব্রিটিশ মন্ত্রী ও লেবার পার্টির এমপি জিমফ্রিজ পেট্রিক, এমপি এনডি লাভ, ইন্টারফেইথ নেটওয়ার্ক নেতা গ্রেটস্টোন ইনস্টিটিউটের পরিচালক ও লেখক সাম ওয়েস্টট্রপ, জ্যাকব ক্যামবেল ও শায়েখ মোহাম্মদ আলী হোসাইনীসহ বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকরাও সমাবেশে যোগ দেন।
জালাল উদ্দিনের সভাপতিত্বে ও আইসিটি সাপোর্ট ফোরাম নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জিমফ্রিজ পেট্রিক এমপি বলেন, আমরা বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সমর্থন করি। চৌধুরী মঈনুদ্দিন ১৯৭১ সালে বাংলাদেশে যে অপরাধ করেছে সেজন্যে অবশ্যই তাকে সাজা ভোগ করতে হবে। প্রত্যাশা করি, বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
No comments:
Post a Comment