সিলেটের ৫ উপজেলা চলছে হরতাল, ১৮ দলের অবরোধ কর্মসূচিতে শো-ডাউন

Saturday, November 30, 2013

আমাদের সিলেট ডটকম:

বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের ৫ উপজেলায় ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবরোধ চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচিও শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে। দ্বিতীয় দিনে সকালে নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় শো-ডাউন করেছে ১৮ দলীয় জোট।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গত বুধবার হুমায়ুন রশিদ চত্বরে অবরোধ কর্মসূচি চলাকালে ১৮ দলের নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেটের ৫ উপজেলায় হরতালের ডাক দিয়েছেন স্থানীয় ১৮ দল। সিলেটের দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। অন্যদিকে, গোলাপগঞ্জে পৌর কাউন্সিলরসহ ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ আধাবেলা হরতাল পালন করা হচ্ছে।

সদর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের উপর পুলিশের গুলিবর্ষণ ও ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ডাকা আজকের হরতালের সমর্থনে দৰিণ সুরমায় আজ সকাল ৯টার দিকে মিছিল বের করে দৰিণ সুরমা ১৮ দল। মিছিলটি চন্ডিপুল এলাকা থেকে শুরু হয়ে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে শেষ হয়। দৰিণ সুরমা ১৮ দলের সদস্য সচিব রেহান আহমদ হারিছ, বিএনপি নেতা মতিউর রহমান দুদু, জামায়াত নেতা নুরুল ইসলাম বাবুলসহ অন্যরা মিছিলে নেতৃত্ব দেন।

এদিকে, হরতাল হলেও দৰিণ সুরমায় এর প্রভাব পড়েছে কম। অন্যান্য অবরোধের ন্যায় এখানকার দোকানপাট খুলেছে। রাস্তায়ও বিৰিপ্তভাবে গাড়ী চলাচল করছে। তবে, দৰিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যাচ্ছেনা।

এদিকে, গোলাপগঞ্জ থেকে সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী জানান, পৌর কাউন্সিলরসহ বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রতিবাদে গোলাপগঞ্জে আধা বেলা হরতাল শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। উপজেলা সদরের সকল মার্কেট ও দোকান পাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ী চলাচল করছেনা। তবে, হরতালের সমর্থনে সকালে কোথাও পিকেটিং লক্ষ করা যায়নি।

জৈন্তাপুর থেকে সাংবাদিক নুরুল ইসলাম জানান, হরতালের কারণে জৈন্তাপুর উপজেলা সদরেও দোকান পাট বন্ধ আছে। যান চলাচলও সীমিত। তবে, হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং হচ্ছেনা।

গোয়াইনঘাট থেকে সাংবাদিক মনজুর আহমদ জানান, হরতালের সমর্থনে গোয়াইনঘাট উপজেলা সদর ও সালুটিকরে পিকেটিং করছে ১৮ দলের কর্মীরা। তবে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গোয়াইনঘাট উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থেকে শফিকুল ইসলাম জানান, উপজেলা সদরে হরতালের সমর্থনে পিকেটিং করছে ১৮ দলের নেতাকর্মীরা। তবে, ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় জীবন যাত্রা প্রায় স্বাভাবিক আছে।

এদিকে, ১৮ দলের অবরোধ চলাকালে সকাল ৯টার দিকে হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নিয়ে বিৰোভ প্রদর্শন করেন সিলেট জেলা ও মহানগর ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। ১৮ দলের ব্যানারে এখানে অনুষ্ঠিত সমাবেশে সিলেট মহানগর ১৮ দলের সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, জামায়াতের মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর ফখরুল ইসলামসহ অন্যান্য নেতারা এখানে বক্তব্য রাখেন। এছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যানার নিয়ে জামান গ্রুপের কর্মীরা এখানে আলাদা বিক্ষোভ করে। হুমায়ুন রশিদ চত্বর এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License