অবরোধের ২য় দিনে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সংঘর্ষ-গাড়ী ভাংচুর অগ্নিসংযোগ

Wednesday, November 27, 2013

১৮ দলের ডাকা অরোধ কর্মসুচীর দ্বিতীয় দিন মোটামুটি শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।গোলাপগঞ্জে পুলিশের সাথে ১৮ দলের কর্মীদের সংঘর্ষ ছাড়া আর কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, নবীগঞ্জ ও মৌলভীবাজারের জুড়িতে গাড়ী ভাংচুর ও গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। অবরোধ চলাকালে নগরীসহ সিলেট বিভাগের প্রায় প্রতিটি স্থানে মিছিল সমাবেশ করেছে ১৮ দলের শরিক সংগঠনগুলো।


মহানগর বিএনপি : দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে ১৮ জোটের ডাকে দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছোবানীঘাটে সমবেত হয়ে মিছিল সহকারে সিলেট জেলা ও মহানগর ১৮ দলীয় জোটের হুমায়ুন রশিদ চত্ত¡রের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহহরিয়ার হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাবু, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, কামাল মিয়া, এমদাদ হোসেন চৌধুরী, ডা. মো. নাজমুল ইসলাম প্রমুখ।


বিএনপির অঙ্গসংগঠন : অবরোধ চলাকালে নগরী ও দক্ষিণ সুরমায় মিছিল সমাবেশ করে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, যুবদল, তাঁতীদল, জাসাস, ওলামাদল ও মহিলাদল।


দক্ষিণ সুরমার কীনব্রীজের মুখে মিছিল পূর্ব সামাবেশ সভাপতিত্ব করেন জেলা মক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হক বেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামছুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, জেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি সহিদ আহমদ চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাসুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, নুরুল মুমিন খোকন, আব্দুর রহমান, জাকির হোসেন, ফয়জুল কয়েছ, আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ও মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপি, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর বারী চৌধুরী খুর্শেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সহিদ, আমিনুজ্জামান জুয়াহির, মওদুদুল হক, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, চৌধুরী মোহাম্মদ সুহেল, জয়নাল আহমদ, শহিদুল ইসলাম কাদির, রিনুক আহমদ, তারেক আহমদ, দিপক রায়, তাজুল ইসলাম, আজিজুল হোসেন আজিজ, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট ইকবাল, মহিলাদল নেত্রী কাউন্সিলর আমিনা বেগম রুমি, কাউন্সলর দিবা রানী দে প্রমুখ।


আইনজীবী ফোরাম: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির উদ্যোগে গতকাল ৪৮ ঘন্টা অবরোধ চলাকলে সিলেট জেলা জজ কোর্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট ঘুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক। সভা পরিচালনা করেন ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট নুরুল হক, এডভোকেট আক্তার হোসেন খান, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আক্তার বকস জাহাঙ্গীর, এডভোকেট জুবের আহমদ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবু, ইসলামিক ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী আলিম উদ্দিন প্রমুখ।


দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমায় আন্তনগর ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রেল লাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। অবরোধের দ্বিতীয় দিনে সিলেট রেল স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে গেছে লোকাল ও আন্তনগর ট্রেনগুলো।


সিলেট রেল স্টেশন মাস্টার মো. মুহিবুর রহমান জানান, ট্রেনগুলো সিলেট থেকে যথাসময় ছেড়ে গেছে এবং ঢাকা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সিলেট রেল স্টেশনে পৌঁচেছে। তবে ট্রেনের সিডিউলে ১০/২০ মিনিটের বিপর্যয় হয়েছে।


জোটের নেতাকর্মীরা যখন সড়ক ও রেলপথ অবরোধে নামেন তখন সিলেট রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ট্রেনগুলো যথারীতি ছেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। সকাল ৭টা ৫ মিনেটে প্রথমে কালনী, জয়ন্তীকা ৯টা ১৭ মিনিটে ও পাহাড়িকা ১০ টা ৪০ মিনিটে সিলেট রেল স্টেশন থেকে ছেড়ে যায়। কিন্তু সিলেট রেল স্টেশন থেকে কালনী ৬টা ৪০ মিনিটে, জয়ন্তীকা ৮টা ২০মিনিটে ও পাহাড়িকা ১০টা ১৫ মিনিটে ছেড়ে যায়।


এদিকে, গত মঙ্গলবারের মত গতকাল বুধবার সিলেটের ১৮ দলীয় নেতাকর্মীরা নগরীর প্রবেশপথে হুমায়ুন রশিদ চত্বরে সকাল ৮টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আইনশৃঙ্খলা বাহিনী ছিলো সতর্কাবস্থায়।


ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি এবং সড়কে খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে দক্ষিণ সুরমায় দ্বিতীয় দিনের মতো ১৮ দলের ডাকা অবরোধ পালিত হয়েছে। অবরোধে সিলেটে জেলা ও মহানগর বিএনপিসহ ১৮ দল নেতাকর্মীরা রাস্তায় বসে অবরোধ সৃষ্টি করেন। সকাল সাড়ে ৯টায় আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে পারাইরচক এলাকায় পৌছামাত্র কয়েকজন অবরোধকারী ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় ইট পাটকেলের আঘাতে ট্রেনের অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।


সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ইটপাটকেলের আঘাতে আহত ট্রেন যাত্রীদের ট্রেনের প্রতিমধ্যে চিকিৎসা দেয়া হয়। এর পরপরই দক্ষিন সুরমা বিএনপি, ছাত্রদল মোমিন খলায় রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলে নেয়। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল­ার কোন বাস ছেড়ে যায়নি এবং দূরপাল­ার বাস প্রবেশও করেনি। তবে বিভিন্ন রোডে বিচ্ছিন্ন ভাবে হালকা কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। অবরোধের কারনে যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কিছু কিছু যানবাহন চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।


এদিকে, সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার রেল গেইটে রেলক্রসিংয়ে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হঠাৎ করে বিস্ফোরণের ঘটনায় রেল গেইট এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।


দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ রঞ্জন সামন্ত’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল বুধবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে গত মঙ্গলবার রশীদপুর থেকে অবরোধকারী ৪ ব্যক্তিকে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে গতকাল বুধবার কোর্ট হাজতে প্রেরণ করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।


সদর দক্ষিণ বিএনপি: অবরোধের দ্বিতীয় দিনে দক্ষিণ সুরমায় রেলপথ ও রাজপথ অবরোধ করে মিছিল সমাবেশ করেছেন সদর দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।


বুধবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল পয়েন্টে সদর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্তে¡ রাস্থায় বসে অবস্থান নেন। পরে চট্রগামগামী পাহাড়িকা ট্রেন যাওয়ার পূর্বে বাইপাসের ওভারব্রিজ এলাকায় অবস্থান নিয়ে রেললাইনে টায়ার ও গাছে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তাজরুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধূরী সুয়েবের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর দক্ষিণ বিএনপির সহ সভাপতি মতিউর রহমান দুদু, বিএনপি নেতা আব্দুস সত্তার, আব্দুল আহাদ হেলাল, আব্দুল হাই মাসুক, আফজাল উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক, রেজাউল হক রেজা, বজলুর রহমান ফয়েজ, আব্দুল লতিফ, জিয়াউর রহমান সাজু, আবুল কালাম, আব্দুর রহিম, ডা. বাবু আহমদ, নজরুল ইসলাম তুরণ, রেজাউর রহমান রুজন, ডা. এনাম আহমদ, জাগপা দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক আমিনুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ লিটন প্রমুখ।


অবরোধের ২য় দিন বোধবার দক্ষিণ সুরমা যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা লেইছ মার্কেটের সামনে এক পথ সভা করে। পথসভায় সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি কোহিনুর আহমদ এর সভাপতিত্বে জেলা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম তুরন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ প্রমুখ।


অবরোধ কর্মসূচি চলাকালে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল দক্ষিণ সুরমা শিববাড়ী পয়েন্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


সিলেট জেলা ছাত্রদল নেতা সাফরান আহমদ‘র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ ও সৈয়দ তকবির হোসেনর যৌথ পরিচালনায় সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।


সুনামগঞ্জ : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সুনামগঞ্জে শন্তিপূর্ণভাবে পালিত হয়েছে।


গতকাল বুধবার সকাল থেকে সুনামগঞ্জ শহরের সড়ক যোগাযোগের সংযোগস্থলের বিভিন্ন পয়েন্টে ও লঞ্চঘাটে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। দিরাই-মদনপুর সড়কের মদনপুর পয়েন্ট, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের মাইজবাড়ি ও আমবাড়ি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। ১৮ দলের জেলা আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে শহরের ওয়েজখালীতে সুনামগঞ্জ-সিলেট সড়ক ওপর অবস্থান নেন জোটের নেতা-কর্মীরা। সেখানে তত্ত¡াবধায়ক সরকার পুর্নবহাল, ঘোষিত তফসিল বাতিল, হাসিনা সরকারের পতদ্যাগ দাবি করে মিছিল ও সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তব্য রাখেন জামায়েত জেলা আমির হাতিমুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি শাখাওয়াত হোসেন মোহন, জেলা ইসলামি ঐক্য জোটের সভাপতি মাওলানা আনোয়ারুল আলম, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা মোশতাক আহমদ, জেলা এলডিপির সাধারণ সম্পাদক এমদাদুল হক। জোটের জেলা সদস্য সচিব মুমতাজুল হাসান আবেদ সমাবেশ পরিচালনা করেন।


এদিকে জেলা বিএনপি’র জাকেরীন গ্র“প জেলা বিএনপি’র সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে সুনামগঞ্জ-দোয়ারা বজার-ছাতক সড়কের আমবাড়ি বাজারে অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল। এসময় উপস্থিতি ছিলেন, সহসভপতি অ্যাডভোকেট ফারুক আহমদ, নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা কৃষক দলের সভাপতি আ,ত,ম মিছবাহ প্রমুখ।


অপরদিকে সাবেক ছাত্রনেতা নাদের-শওকত গ্র“প ও জেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহসভাপতি নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল­া আল-নোমান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহান, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট শফিক প্রমুখ।


অন্যদিকে, জেলা যুদলের যুগ্ম আহক্ষায়ক সোহেল আহমদের নেতৃত্বে জেলা যুবদলের নেতাকর্মীরা সকালে সুনামগঞ্জ -সিলেট সড়কের ওয়েখালিতে অবস্থান নেয়। পরে লঞ্চঘাটসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করে।


ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দিন অবরোধ পালিত হয়েছে। ভোর থেকে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফেঞ্চুগঞ্জের সড়ক, রেল ও নৌপথ অবরোধ করে।


উপজেলা ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জামান চৌধূরী ছুফির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ভোর থেকে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর প্রবেশমুখ অবরোধ করে রাখে। অবরোধের কারণে সিলেট-মৌলভীবাজার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। ছাত্রদলের নেতাকর্মীরা ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে নৌকাঘাটে অবস্থান করলে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার ঘাট থেকে কোন ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যায়নি। দুপুরে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জমান চৌধূরী ছুফি। ইমরানুল করিম চৌধূরী মিঠুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম আহমদ নীহার।


বিয়ানীবাজার : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচী বিয়ানীবাজারে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে গত দু’দিন সকালে পৌরশহরের বিভিন্নস্থানে গাছ ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়।


এদিকে অবরোধ চলাকালে গতকাল বুধবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রদল মিছিল বের করে। পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।


ছাত্রদল নেতা জানে আলম এর সভাপতিত্বে এবং এমদাদুর রহমান ইমন ও ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাসুদ আজহার অলি, জাকির হোসেন, বিলাল আহমদ, লিমন আহমদ, জাকির আহমদ, রেজা আহমদ, পৌর ছাত্রদল নেতা হাজি রুহেল আহমদ তানভির প্রমুখ।


জৈন্তাপুর : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে দেশব্যাপী চলমান অবরোধে কর্মসূচির সমর্থনে গতকাল রাতে ১৮ দলীয় জোট জৈন্তাপুর উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে বাস স্টেশন এলাকায় এসে শেষ হয়। মিছিল পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ।


উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল খালিক, আতিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: ইন্তাজ আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাসুক আহমদ, ছাত্র শিবির সভাপতি শাহ মো: জাকারিয়া প্রমুখ।


দক্ষিণ সুনামগঞ্জ : অবরোধ কর্মসূচির ২য় দিন পালন করেছে বিবদমান বিএপির দুটি গ্র“প। সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে অবরোধ পরবর্তী বিকাল ৩ টায় স্থানীয় পাগলা বাজারে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. ফারুক আহমদ । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রওশন খান সাগর, বিএনপি নেতা মহি উদ্দিন মহিম, ইলিয়াছ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক আব্দাল মিয়া প্রমুখ।


অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে বিকাল ২ টায় অবরোধ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারী হাফেজ আবু খালেদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল মছবিক্ষর, মহির উদ্দিন, লুৎফুর রহমান, এবাদুর রহমান, আব্দুল ওদুদ, সাসসুন্নুর, জামাত নেতা মাওলানা আবুল কালাম, আলীম উদ্দিন, সুজন আহমদ, সুহেল আহমদ, জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া, যুবদল নেতা কামাল পারভেজ সাজন, ফারুক মিয়া প্রমুখ।


একই দাবীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে অবরোধ পরবর্তী সমাবেশ হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী ফয়সল আহমদ বিপ্লব এর নেতৃতে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী আব্দুল কাদির জিলানী, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান প্রমুখ।


গোবিন্দগঞ্জ : ছাতকে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির ২য় দিন গতকাল বুধবার শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ, ধারন, হাসনাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে বিএনপি। এ সময় পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমানের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।


জগন্নাথপুর : ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল জেলা বিএনপির সহ-সভাপতি আক্ষু হোরায়রা ছাদ মাষ্টারের নেতৃত্বে সকালে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন নেতৃবৃন্দ। দুপুরে একটি বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে চিলাউড়া পয়েন্টে পথ সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন প্রমুখ।


তাহিরপুর : ১৮দলীয় ঐক্যজোটের ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দল ও ছাএদলের উদ্যোগে অবরোধ চলাকালে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিথ হয়েছে।


মিছিলটি উপজেলা সদর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন করে তাহিরপুর পুর্ব বাজারে এক সমাবেশে মিলিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাএদল সভাপতি মেহেদী হাসান উজ্জল, সহ-সভাপতি সাইদুল কিবরিয়া, আবু জহুর হৃদয়, ছাত্রদল সাধারন সম্পাদক একেএম নাসের উজ্জল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মলি­ক প্রমুখ।


মৌলভীবাজার : নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে রেল লাইনে আগুন ও রাস্তা ব্যারিকেটের মধ্য দিয়ে ৪৮ ঘন্টার কমসূর্চীর পালিত হয়েছে মৌলভীবাজারে। ভোর থেকে ঢাকা-সিলেট মহ-সড়ক দখলে রাখে জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল, যুগ্ম সম্পাদক গাজী মারুফসহ প্রায় কয়েকশত ছাত্রদলের নেতাকর্মীরা।


সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবরোধ স্থলে আসে ১৮ দলের নেতাকর্মীরা। কুসুমবাগ পয়েন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১৮ দলীয় সংগ্রাম কমিটির মৌলভীবাজার জেলা যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার জেলা জামায়াত আমীর আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি ইউসুফ আলী, জেলা জমিয়তের সহ-সাধারন সম্পাদক শাহ মাসুমুর রশীদ, পৌর আমীর ইয়ামীর আলী, এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী প্রমুখ।


শেরপুর পয়েন্টে বক্তব্য রাখেন আহবায়ক সদর থানা বিএনপি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, যুগ্ম আহবায়ক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মুজিবুর রহমান।


কুলাউড়া : কুলাউড়াÑজুড়ি সড়কে বুধবার বিকালে জুড়ি উপজেলার ভূয়াই বাজারে অবরোধকারিরা একটি খালি ট্রাক ( মৌল-ড-১১-০৬৬০) আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ট্রাকটি কুলাউড়া থেকে জুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এক পথচারিকে ধাক্কা দিয়ে ট্রাকটি দূর্ঘটনায় পতিত হয়। ঐসময় অবরোধকারিরা ট্রাকে আগুন দেয়। কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আগুন নির্বাপক দল ঘটনা স্থলে পৌছার আগেই ট্রাকের ইঞ্জিন সহ মূল্যবান অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমান সাড়ে তিন লাখ টাকা।


নবীগঞ্জ : ঢাকা- সিলেট মহা সড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচী পালিত হযেছে। অবরোধকারীরা ১ টি সিএনজি ও ১টি লাইটেস ভাংচুর করেছে। এছাড়া সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ করে ১৮ দল। এ সময় বিক্ষোদ্ধ নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে।


গতকাল বুধবার ভোর থেকেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিএনপিসহ ১৮ দলীয় জোটের কয়েক শতাধিক নেতাকর্মী আউশকান্দি কিবরিয়া চত্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিক্ষোদ্ধ নেতাকর্মীরা ১টি সিএনজি ও ১টি লাইটেস ভাংচুর করে। অবরোধ চলাকালে থানা পুলিশ ছিল কড়া সর্তক অবস্থায়। উপজেলার সর্বত্র অবরোধের কারনে কোন ধরনের যান চলাচল করতে পারেনি। অবরোধ চলাকালে অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে।


বেলা ১২ ঘটিকায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License