নতুন বার্তা,ঢাকা: নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তাতে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির নবগঠিত কমিটির চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
এদিকে, বৈঠক সূত্র জানায়, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
বিএনপির সঙ্গে আন্দোলনে মাঠে নামবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, “এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এরআগে জাতীয় পার্টির নবগঠিত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী জাফর আহমেদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন গোলাম মসীহ।
গুলশানে জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীর বাসভবনে শুক্রবার বিকেলে দীর্ঘবৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাপার কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জাপার সভাপতি কাজী জাফর আহমদ।
কাজী জাফর আহমেদ জানান, নতুন কমিটি গঠনের পরই তারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এরআগে বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে বহিষ্কার করেন এরশাদ। এরপর পার্টির চেয়ারম্যান এরশাদকেই জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন কাজী জাফর।
বৃহস্পতিবার এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, “কাজী জাফরকে আমি জীবন দিয়েছি। সে হাসপাতালে পড়ে ছিল। আমি সারারাত জেগে মানুষের কাছ থেকে টাকা তুলে উনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছি। আর এখন তিনি আমার বিরুদ্ধে বিষোদগার করছেন। তাই তাকে বহিষ্কার করেছি।”
কাজী জাফর আহমদ বলেছিলেন, “জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্বান্ত ছিল আমরা মহাজোটে থাকবো না, দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনে যাব না। এরশাদ প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অমান্য করে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে। এটা পার্টির সংবিধানের লঙ্ঘন। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছি।”
No comments:
Post a Comment