আমাদের সিলেট ডটকম:
সিলেটের গোলাপগঞ্জে ১৮ দল কর্মীদের সাথে সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোলাপগঞ্জ থানার ওসিসহ অন্তত: ১০ জন আহত হয়েছেন। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। এ সময় মিছিলকারীরা পৌর ভবনে হামলা চালিয়ে ৪টি জানালার গ্লাস ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে গোলাপগঞ্জ উপজেলা ১৮ দলের উদ্যোগে আজ দুপুরে গোলাপগঞ্জ উপজেলা সদরে সমাবেশের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ চৌমুহনীতে গিয়ে সমাবেশ করে। সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মাওলানা রশিদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রাজু আহমদ তালুকদারসহ স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। মিছিলকারীরা আশপাশের এলাকায় অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পৌর ভবনের সামনে অবস্থান নেয়া ১৮ দলের নেতাকর্মীদের ইটের আঘাতে গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী আহত হন।অন্যদিকে, আহত হন মিছিলকারীদের অন্তত: ১০ জন। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত: ১৫ রাউন্ড শট গানের গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে।
২৮ দলের কর্মীরা এ সময় চৌমুহনী এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। ঐ এলাকা থেকে ছাত্রদলের ২ কর্মীকে আটক করে পুলিশ।
গোলাপগঞ্জ পৌর সভার চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলু আমাদের সিলেট ডটকম’কে জানান, মিছিলকারীদের ইটের আঘাতে উপজেলা পরিষদের পুরণো ভবনের ৪টি গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রাজু আহমদ তালুকদার পৌর ভবনে হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন,১৮ দলের নেতাকর্মীরা পৌর ভবনের সামনে আশ্রয় নিয়েছিল। তবে, তারা কোন হামলার ঘটনা ঘটায়নি।
গোলাপঞ্জে পুলিশের সাথে ১৮ দল কর্মীদের সংঘর্ষ : আহত ১০ : পৌর ভবনে ভাংচুর
Wednesday, November 27, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment