আমাদের সিলেট ডটকম:
বিরোধী দলের ৭২ ঘন্টার অবরোধের পাশাপাশি স্থানীয় ১৮ দলের পৰ থেকে সিলেটের ৫ উপজেলায় আজ হরতালের ডাক দেয়া হয়েছে।
দৰিণ সুরমায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
অন্যদিকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিমের উপর পুলিশী হামলার প্রতিবাদে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় ১৮ দলীয় জোট।
এর বাইরে গোলাপগঞ্জে গত বৃহষ্পতিবারের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মী ও পৌর কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আজ আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে।
এদিকে, আজকের হরতালের সমর্থনে গতকাল ঐ ৫ উপজেলা বিৰোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৰিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজর্বল ইসলাম তাজুল আহত হওয়ার প্রতিবাদে দক্ষিণ সুরমায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন উপজেলা বিএনপির সহ সভাপতি মতিউর রহমান দুদু গতকাল শুক্রবার বিকেলে বিৰোভ সমাবেশ শেষে এ হরতাল কর্মসূচী ঘোষণা করেন।
এদিকে গত বৃহস্পতিবার হুমায়ুন রশীদ চত্বরে পুলিশের সাথে ১৮ দলের সংঘর্ষে পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকি, দৰিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজর্বল ইসলাম তাজুল ও ছাত্রদল নেতা কোহিনূর সহ ৩৭ জনের নাম উলেৱখ করে ৩শ’ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে দৰিণ সুরমা থানার এস আই সোহেল রানা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তাং-২৮/১১/১৩ইং।
এদিকে, হরতালের সমর্থনে সমাবেশে উপজেলা ছাত্রদলের সভাপতি কোহিনুর আহমদ এর সভাপতিত্বে জেলা ছাত্রদল নেতা মনির্বল ইসলাম তুরনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন বখতিয়ার আহমদ ইমরান, মকসুদুল করিম নোহেল, আলতাব হোসেন, ছুরাব হোসেন, মিনহাজুল ইসলাম, আব্দুল খালিক, শেখ নুর্বল ইসলাম, মাহবুব আলম, হাজী পাবেল, আল মামুন, সাহেদ খন্দকার, জাহেদ আহমদ, মুক্তাদির খান, সুমন গাজী, মন্টু কুমার নাথ, আক্তার হোসেন, বাবলু, দিলোওয়ার, নাজির, সুমন, আজহার আলী অনিক, খালেদ (১), রিপন, খালেদ(২), হাবিব, আব্দুল আজিজ, জাকির, আফজল, এনাম, তৌহিদ খান, আলমঙ্গির, ছালেহ, দিদার্বল, মুজিদ, মার্বফ, নাইম, সায়েক, রাসেল, অলিউর, বাদল, কাইয়ুম, দুলাল, সবুজ, ছবুর, কালাম, রাজা, দুলাল, রমজান, সাইফুল, বুরহান, পাপ্পু প্রমুখ।
কোম্পানীগঞ্জ : তত্ত্ববধায়ক সরকার পদ্দতি পুর্নবহালের ও ১৮ দল নেতা সাবেক সংসদ সদস্য সিলেট জেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিমের ওপর পুলিশি বর্বর হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।
গতকাল শনিবার হরতালের সমর্থনে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ দলের আহবায়ক বি এন পি সভাপতি সামছুদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ১৮ দলের যুগ্ন আহবায়ক মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ লাল মিয়া, সহ-সভাপতি আবু তাহের মেম্বার, দপ্তর সম্পাদক ডাঃ নূর আলম, উপজেলা জামায়াতের টিম সদস্য আবু জাফর দোলন, চমক আলী মেম্বার, মাওলানা আব্দুল করিম, সালাউদ্দিন খাঁন, উপজেলা শিবির সেক্রেটারী আহসান উদ্দিন, বি এন পি নেতা হাজ্বী কামাল আহমদ, আলী আহমদ, আব্দুল কাইয়ুম মাষ্টার, শ্রমিক দলনেতা মোঃ মনির হোসেন, ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা, জাকির হোসেন, জামায়াত নেতা ডা.র্বহুল আমীন, ফিরোজ মিয়া, মাওলানা রমজান আলী, মোঃ সুলতান আহমেদ, শিবির নেতা বদর্বল আমীন, মুহিবুর রহমান মানিক, দেলোয়ার হোসেন, জওহার আহমদ প্রমুখ। বক্তারা আগামীকাল রবিবারের হরতাল সার্বাত্বক ভাবে পালন করার জন্য কোম্পানীগঞ্জ বাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।
জৈন্তাপুর : নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার সিলেট শহরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের উপর পুলিশী হামলার প্রতিবাদে জৈন-াপুর ,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১৮দলীয় জোট আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে।
হরতালের সমর্থনে গতকাল ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় ১৮ দলীয় জোট জৈন-াপুর উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুর্বত্বপূর্ণ স’ান প্রদক্ষিন করে বাসষ্টেশন এলাকায় এসে শেষ হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল খালিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: ইন-াজ আলী, উপজেলা ছাত্রদল সভাপতি ফার্বক আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: এনামুল হক, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বার, মো: জালাল আহমদ মেম্বার,যুবদল নেতা হারনুর রশিদ সরকার, মুসলিম আলী, সোহেল আহমদ, কয়েছ আহমদ, নূর্বল হক, ফয়জুল হক, ছাত্রদল নেতা হুমায়ুন কবির খান, সেলিম আহমদ, সাব্বীর আহমদ ,রাসেল আহমদ, দুলাল আহমদ, র্ববেল আহমদ ও মঈনুল ইসলাম প্রমূখ।
গোয়াইনঘাট : সিলেট জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি, আমরা সীমান-বাসীর আহবায়ক সিলেট ৪-আসেনর সাবেক এম.পি দিলদার হোসেন সেলিম ও ১৮দলীয় জোট নেতৃবৃন্দের উপর গত বৃহস্পতিবার হুমায়ুন রশীদ চত্বরে পুলিশের হামলার প্রতিবাদে গোয়াইনঘাট, জৈন-াপুর ও কোম্পানীগঞ্জে আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল‘র সমর্থনে বিভিন্ন স’ানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতাল সর্বাত্বক ভাবে পালন করার জন্য আহবান জানিয়েছেন ১৮দলীয় জোট নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যা ৬টায় ১৮দলীয় জোট‘র উদ্যোগে স’ানীয় বারহাল বাজারে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাষ্টার আবুল হোসেন‘র সভাপতিত্বে ও মাষ্টার শফিকুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, উপজেলা শিবির সভাপতি আনোয়ার্বল আম্বিয়া ও সেক্রেটারী আহমদ আল মাসুদ, যুবদল নেতা রশিদ, শিবির নেতা জুবায়ের, আব্দুর্লাহ আল মুনিম, মোশারফ, ছাত্রদল নেতা শরীফ, রুবেল, সাজু প্রমুখ।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় হরতালের সমর্থনে জৈন্তাপুর থানা ছাত্রদলের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ‘র সভাপতিত্বে ও মাসুক আহমদ পরিচালনা এতে বক্তব্য রাখেন, ইনতিয়াজ আলী মেম্বার, জামায়াত নেতা আব্দুল খালিক, ছাত্রদল সভাপতি ফার্বক আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হাসিম, আব্দুল শুক্কুর মেম্বার, ফয়জুল হক, জালাল উাদ্দন মেম্বার, হেলাল উদ্দিন, এনামুল হক , আমিনুল ইসলাম সুহেল, হুমায়ুন কবির খান, ছাব্বির আহমদ, ময়নুল ইসলাম, দুলাল আহমদ, মীর শোয়েব আহমদ, শাহজাহান কবীর খান, সেলিম আহমদ, নজমূল হক ইয়াজুল, আং কাদির, রাসেল আহমদ, রনি, মুক্তাদির আহমদ, কামরুল ইসলাম, ইমরান চৌধুরী, বিলাল, জাকারিয়া, ইমন প্রমুখ।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ পৌরসভার পরিত্যক্ত ভবনের জানালা ভাঙচুরের অভিযোগে পৌর কাউন্সিলরসহ ৪ জনের বির্বদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মানববন্ধনে আজ রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সর্বস্তরের নাগরিক সমাজ। গতকাল শনিবার বিকাল ৩টায় মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ইউসুফ আলী। তর্বণ সমাজসেবী ছালেহ আহমদের পরিচালনায় উপজেলা সদরে আয়োজিত মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা জাপা নেতা আছদ্দর আলী জালালী, পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ও পৌর কাউন্সিলর র্বহিন আহমদ খাঁন প্রমুখ। এ সময় উপসি’ত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জিলাল আহমদ, পৌর কাউন্সিলর ফার্বক আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক র্বহেল আহমদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি সামাদ আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা, সাবেক পৌর কমিশনার ফরিদ উদ্দিন ইরান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন উজ্জল, শ্রমিক নেতা আব্দুল খালিক, অটোরিক্সা চালক সমিতির সাবেক সভাপতি মাখন মিয়া, বিশিষ্ট সমাজসেবী হাসান ইমাদ, পৌর ছাত্রদলের সেক্রেটারী সুফিয়ান আহমদ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী, বণিক সমিতির সদস্য সামাদ আহমদ, তর্বণ সমাজসেবী তাজুল ইসলাম তাজ, ইউপি সদস্য আজ্জাদ আলী, যুব নেতা নুরান আহমদ চৌধুরী, মুর্শেদুল আলম দিপলু, উপজেলা ছাত্রদল নেতা আল-নবী চৌধুরী শিপন, আব্দুল আজিজ মুন্না, ইঞ্জিনিয়ার রাজন আহমদ, সমাজসেবী এনাম আহমদ, জামাল আহমদ জানাল, তমজিদ আহমদ, তাজির আহমদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। পরে আজকের হরতালের সমর্থনে প্রতিবাদী জনতা এক বিৰোভ মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের গুর্বত্বপূর্ণ সড়কগুলো প্রদৰিণ করে।
উলেৱখ্য, গত বুধবার ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধের ২য় দিন গোলাপগঞ্জ চৌমুহনীতে পুলিশ-অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হলে পৌরসভার পরিত্যক্ত ভবনের সামনের দুটি জানালার গৱাস ভাঙচুর করা হয়। এরই প্রেৰিতে গোলাপগঞ্জ পৌরসভার পৰে জনৈক কর্মচারী দুলাল আহমদ বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ফটো সাংবাদিক জাবলু তালুকদারসহ ৪ ব্যক্তির বির্বদ্ধে দ্র্বত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
No comments:
Post a Comment