আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক গুচ্ছ ভর্তি কার্যক্রম বাতিলের দাবীতে আজ রোববার (১ ডিসেম্বর) শাবি অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করবে সচেতন সিলেটবাসী। আজ সকাল ১১টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে শাবি অভিমুখে পদযাত্রা শুরু হবে। এই গণপদযাত্রায় সিলেটবাসীকে অংশ নিয়ে বিতর্কিত গুচ্ছ পদ্ধতি বাতিল করে আগের স্বতন্ত্র পদ্ধতিতে অবিলম্বে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবীতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন সিলেটবাসীর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সচেতন সিলেটবাসী’র ‘শাবি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলন স্টিয়ারিং কমিটি’র আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী, প্রফেস আতাউল হক লস্কর, প্রফেসর কর্ণেল এম আতাউর রহমান পীর, প্রফেসর মোঃ আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্রধান মুখপাত্র লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সদস্য সচিব ও প্যাণেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হলে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হবে। এতে করে সিলেট অঞ্চলের শিক্ষার হার কমে যাবে। নেতৃবৃন্দ বলেন, দেশের শীর্ষস্থানীয় কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিত ভর্তি কার্যক্রম চালু না করে যশোরের মতো একটি নবীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিতর্কিত চুক্তি করায় ঐতিহ্যবাহী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হবে। নেতৃবৃন্দ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বিত গুচ্ছ ভর্তি কার্যক্রম চালু করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানান।
সিলেটবাসীকে যোগ দেওয়ার আহ্বান, গুচ্ছ ভর্তি কার্যক্রম বাতিলের দাবীতে আজ গণপদযাত্রা
Saturday, November 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment