কানাইঘাটে আ’লীগ-বিএনপির সংর্ঘষের ঘটনায় বিএনপির আড়াই শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ঃ গ্রেফতার ৭

Friday, November 29, 2013

কানাইঘাটের সড়কের বাজারে গত বৃহস্পতিবার আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ২০০/২৫০ জনের নামে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার রাতের সংঘর্ষের সাথে জড়িত থাকার দায়ে সড়কের বাজারের অদুরে বাংলা বাজার ও ঈদগাহ এলাকা থেকে এক ইউপি সদস্যসহ ৭ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের এ্যাসল্ট মামলার এজহারভূক্ত আসামি করে গতকাল পুলিশ আদালতে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে অবরোধের সমর্থনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সড়কের বাজারে মিছিল করে প্রতিবাদ সভা করছিল। সভায় ঢিল ছুঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সাব্বির আহমদের সরকারি গাড়ি সহ ৪টি যানবাহন ভাংচুর, ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপির আড়াই শতাধিক নেতা কর্মীর উপর গতকাল পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করে। স্থানীয় বিরোধী জোটের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন সড়কের বাজারে রাজনৈতিক কর্মসূচির সময় বার বার যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপসি’তে হামলা ভাংচুর ও তান্ডব করে থাকে। আর মামলায় আসামী করা হয় বিরোধী দলের নেতাকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও নিরীহ লোকজনকে। তাদের দাবি বৃহস্পতিবারের সংঘর্ষের সময় পুলিশ উপস্থিত না থেকেও উদ্দ্যেশমূলক ভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ মামলা দায়ের করেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License