আমাদের সিলেট ডটকম:
চুনারুঘাটে আ’লীগের এমপি প্রার্থী এডভোকেট সৈয়দ মাহবুব আলীর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, হবিগঞ্জ-৪ (হবিগঞ্জ-মাধবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মাহবুব আলী আজ বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে আসেন। এখানে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। অন্যদিকে, ১৮ দলের অবরোধ কর্মসূচি পালনে বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা আগে থেকেই বাজারে অবস্থান করছিল। এডভোকেট মাহবুব আলীর গাড়ীবহর বাজারে প্রবেশ করার মুহূর্তে বিকেল পৌনে ৫টার দিকে বাজারের অদূরে ১৮ দলের নেতাকর্মীরা গাড়ী বহর লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর বাজারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলার প্রতিবাদে চুনারুঘাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
চুনারুঘাটে আ’লীগ এমপি প্রার্থীর গাড়ী বহরে অবরোধকারীদের হামলা
Saturday, November 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment