আমাদের সিলেট ডটকম:
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সন্ধ্যায় সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এছাড়া, দক্ষিণ সুরমায় আগামীকালের হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সন্ধ্যা ৬টার দিকে আকস্মিকভাবে ৪ মোটর সাইকেল আরোহী ৭/৮ জন যুবক সোবহানীঘাটে সবজি বাজার এলাকায় আসে। লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই আগন্তুকরা প্রথমে ট্রাকটি গ্লাস ভাংচুর করে ও বোতল থেকে পেট্রল ঢেলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে, অবশ্য স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলতে সৰম হন।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ডাকা আগামীকালের হরতালের সমর্থনে আজ সন্ধ্যার আগে দৰিণ সুরমার স্টেশন রোডে মিছিল বের করে স্থানীয় ১৮ দল। বাবনা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কীন ব্রীজ মোড় হয়ে রেলগেইটে গিয়ে শেষ হয়। মিছিলটি কীন ব্রীজ মোড় অতিক্রম করার সময় মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয় লোকজন জানান।
সন্ধ্যায় সোবহানীঘাটে ট্রাকে আগুন
Saturday, November 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment