মানবজমিন: একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিরোধী জোটের ডাকে সারা দেশে চলছে টানা ৪৮ ঘণ্টার অবরোধ। ভোর ৬টা থেকেই রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। রাত থেকেই কয়েক শতাধিক যানবাহনে ভাঙচুর-আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে বাস, ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা। আজ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছে। কুমিল্লায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বগুড়ায় পুলিশের গুলিতে যুবদল নেতা ইউসুফ নিহত হয়েছেন। সাতক্ষীরায় কলারোয়ায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ওলামা লীগ নেতা রবিউল ইসলাম। আজ সকালে সিরাজগঞ্জে পুলিশের ধাওয়ায় ছাকমান হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। দুপুরে কুমিল্লায় লাকসামে অবরোধকারীদের ওপর পুলিশ গুলি চালালে বাবুল মিয়া নামের এক রিকশাচালক নিহত হন। দুপুরে সাতক্ষীরার কলারোয় অবরোধকারীদের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা মাহবুবুর রহমান বাবু নিহত হয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment