অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দেবে সংবাদ প্রতিক্ষণ : বিভাগীয় সম্মেলনে ঘোষণা
প্রকাশোন্মুখ দৈনিক সংবাদ প্রতিক্ষণ সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দেবে। রবিবার সিলেটে পত্রিকাটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবদুল আউয়াল এ ঘোষণা দেন।
নগর ভবন মিলনায়তনে আয়োজিত এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন।
পত্রিকার সহকারী সম্পাদক ইকবাল কবিরের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী পর্ব সকাল সাড়ে ১১টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সংবাদ প্রতিক্ষণের প্রধান সম্পাদক করিম আহমদ, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির ও বাংলাদেশের শ্রেষ্ঠ সংবাদপত্র এজেন্ট মো. ইসমাইল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিক্ষণের বার্তা সম্পাদক টুটুল হুমায়ূন, নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, সিলেট ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাটিভি ইউকের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মালিক জাকা, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সংবাদপত্র এজেন্ট সিরাজ উদ্দিন প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক সংবাদ প্রতিক্ষণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্মেলনে সংবাদ প্রতিক্ষণের লোগো ডিজাইনার ইনাম বিন সিদ্দিক ও নাওয়াজ মারজানকে সম্মাননা জানানো হয়।
No comments:
Post a Comment