হুমায়ুর রশিদ চত্বরে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Friday, November 29, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বরে অবরোধকালে পুলিশের সাথে সংঘষের্র ঘটনায় বিএনপি ও জামায়াতের তিনশতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা থানার এসআই সোহেল রানা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এজাহারে ৩৭ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবির ও বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীকে আসাম করা হয়েছে।

মামলায় গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও গুলিবিদ্ধ অবস্থায় আটক এক যুবককেও আসামী করা হয়েছে।

মামলার এজহারনামীয় আসামীদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমদ মাসুক, যুবদল নেতা কামরুল ইসলাম শাহীন, ছাত্রদল নেতা শাহেদ আহমদ চমন, শাহীন, দোলন আহমদ, সাহেল আহমদ নয়ন, নূর উদ্দিন, হুশিয়ার আলী, জায়েদ আহমদ, তারেক আহমদ, কুতুব উদ্দিন, এলাইছ, বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সভাপতি কোহিনূর আহমদ, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, শিবির নেতা সোহেল, হারিছ, মোজাহিদ, মুজিব, ছাত্রদল নেতা সাব্বীর, স্বপন, আলাল, কালাম, অপু আহমদ, আনোয়ারুল হক টিপু, সোহেল, হাসনাত, শাহিন, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন, ফখরুল ইসলাম, ছায়েম বখত, মাখন, মনিরুল ইসলাম তুরন, কফিল মিয়া, ইমাম উদ্দিন, মঈন উদ্দিন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License