দক্ষিণ সুরমা বিয়ানীবাজারে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলায় পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে ৮ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
১৮ দলের সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষদিনে বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলা সদরে এবং সকাল পৌণে ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর ও কদমতলিতে পুলিশের সঙ্গে অবরোধকারী ১৮ দল নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
হুমায়ুন রশীদ চত্বর ও কদমতলি আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টর্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে ১৮ দল নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।
গুলিতে দক্ষিণ সুরমা উপজেলা ১৮ দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুরসহ ১০ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ১০ জন আহত হয়েছে। ৩ জন পুলিশও আহত হয়। পুলিশ অবরোধকারীদের ফেলে যাওয়া ১৫টি মোটর সাইকেল আটক করে।
পুলিশ জানায়, হুমায়ুন রশীদ চত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি ও পুলিশের উপর ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে।
অন্যদিকে বিয়ানীবাজারে ৫ পুলিশসহ ৩০ জন আহত হয়। ভাংচুর হয় বেশ কয়েকটি দোকান ও মোটর সাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে।
No comments:
Post a Comment