ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমীন হক শাবিপ্রবি থেকে পদত্যাগের কারণ যা বলেছেন

Tuesday, November 26, 2013

ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমীন হক শাবিপ্রবি থেকে পদত্যাগের কারণ যা বলেছেন


নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক পদত্যাগপত্রে বেশকিছু কারণ উল্লেখ করেছেন।


তারা লিখেছেন, প্রিয় শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি সময় এক জায়গায় কাটিয়েছি, আমরা দুজনেই এই সময়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমাদের ছাত্র-ছাত্রী এবং সহকর্মীরা আমাদের এই জীবনকে অর্থপূর্ণ করে তুলেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমাদের নেই।

খুব স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়ে আমরা নানা ধরনের ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েছি। নিজেদের বিশ্বাসের প্রতি আমাদের আস্থা ছিল বলে আমরা সবকিছু সহ্য করেছি-এমনকি আমরা আমাদের শিশু সন্তানদের বছরের পর বছর ঢাকায় রেখে এই বিশ্ববিদ্যালয়ের জন্যে কাজ করেছি। সবসময়ই অসংখ্য মানুষ আমাদের বিরোধিতা করেছে, এর সাথে সাথে আমরা এটাও জেনে এসেছি, এখানকার অসংখ্য মানুষ আসলে আমাদের পাশে আছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License