সিলেটে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ১৮ দলের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি।জোটের নেতারা অবস্থান নিয়েছেন সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায়। সেখানে সড়ক অবরোধ করে সমাবেশ করছেন তারা।
সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের একটি মিছিল এসে অবস্থান নেয় হুমায়ুন রশিদ চত্বর এলাকায়। এরপর ধীরে ধীরে বিএনপি ও জামায়াত কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সমবেত হন এখানে। অবরোধের ফলে হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ঢাকা-সিলেট বাইপাস সড়ক, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, কদমতলী সড়ক ও শাহজালাল ব্রীজ সড়কে সকাল সাড়ে ৮টা থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৮টা থেকে এখানে সমাবেশ করতে থাকেন ১৮ দলের নেতাকর্মীরা। সমাবেশ স্থলে অবস্থান করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার, বিএনপি নেতা আবুল কাহের শামীম, ডা, শাহরিয়ার হোসেন চৌধুরী, জামায়াতের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট মহানগর ১৮ দলীয় জোটের সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে জোটের শরীক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।
এদিকে, অবরোধ স্থলে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মোতায়েন আছে পুলিশে এপিসি ভ্যান। এছাড়া, নগরীর প্রায় প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত রাত থেকে নগরীতে বিজিবি মোতায়েন করা হলেও তাদের কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছেনা। অবরোধের ফলে সারা দেশের সাথে সিলেটের সড়ক যোগাযোগ কার্যত: অচল হয়ে পড়েছে। তবে, সকালে ঢাকা গামী ট্রেন সিলেট রেলস্টেশন ছেড়ে গেছে।
এদিকে, অবরোধের কারণে নগরীতেও কোন ধরনের প্রাইভেট কার ও গণপরিবহনের বাস চলছেনা। রিক্সা চলাচল স্বাভাবিক আছে। নগরীর মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানও ধীরে ধীরে খুলতে শুরু করেছে।
No comments:
Post a Comment