পুলিশ ও ১৮ দলের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ৪৫ নেতাকর্মী জামিন পেয়েছেন।বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে তারা সেচ্চায় হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে ম্যাজিষ্টেট মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।
গত সোমবার রাতে দশম জাতীয় সংসদের তফসিল ঘোষনার পর জেলা ১৮ দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যসহ প্রায় ২০ জন আহত হন। এছাড়া ভাংচুর করা হয় বেশ কটি গাড়ী , সরকারি ও বেসরকারি প্রতিষ্টান। এ ঘটনায় পুলিশের এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক , জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমদ সহ ২৯ জনের নামোলেখ করে আরো অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে একই থানার এসআই ইন্দ্রনীল ভট্্রাচার্য বাদি হয়ে ৪০ জনের নাম উলেখ করে ৪০০/৪৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেন।
হবিগঞ্জে ১৮ দলের ৪৫ নেতাকর্মীর জামিন লাভ
Thursday, November 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment