সিলেটে অবরোধের দ্বিতীয়দিন : ট্রেনে হামলা গোলাপগঞ্জে সংঘর্ষ বিশ্বনাথে হরতাল
নিজস্ব প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয়দিনও সিলেটে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হচ্ছে।
বুধবার ২৭ নভেম্বর বিকেল ৪টায় এ খবর লেখা পর্যন্ত বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে সকাল সাড়ে ৯টার দিকে সিলেট হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কমপক্ষে ৫ জন যাত্রী আহত হন। দক্ষিণ সুরমার প্যারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া অবরোধকারীরা রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। তবে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
দুপুর আনুমানিক ১২টায় গোলাপগঞ্জ উপজেলা সদরে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। পুলিশ অন্ততঃ ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় পৌরসভায় পুরনো ভবনে ব্যাপক ভাংচর চালানো হয়।
এদিকে ৪ নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
No comments:
Post a Comment