দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলাখনি প্রকল্পে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

Sunday, November 24, 2013

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলাখনি প্রকল্পে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু


তনুজা শারমিন তনু, দিনাজপুর : ৫ দফা দাবি আদায়ে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।


পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, সোমবার ২৫ নভেম্বর সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। এতে পুরনো ২শ ৮০ জন ও নতুন ৩০ জনসহ মোট ৩শ ১০ জন শ্রমিক অংশ নিয়েছে।


মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিকেরা তাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে; কিন্তু শিলাখনি কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে তাদের দাবি মেনে নিলেও তা বাস্তাবয়ন করেনি। এবারের ধর্মঘটের আগেরদিন শ্রমিকরা শিলাখনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। তাতে ৫ দফা দাবি আদায়ে এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর আগাম জানান দেয়া হয়। তবে শিলাখনি কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেছে।


আন্দোলনকারী শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৩য় পক্ষের টেন্ডার প্রথা বাতিল করে সরাসরি কোম্পানির অধীনে চাকরি প্রদান, ডিপ্লোমাধারী শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ, শিলাখনি থেকে বহিষ্কৃত ৯ শ্রমিককে চাকরিতে পনুর্বহাল, কর্মচারীদের ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান ও অহেতুক শ্রমিক ছাঁটাই বন্ধকরণ। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবেনা বলে জানিয়েছে।


শ্রমিকদের কর্মবিরতি সম্পর্কে কঠিন শিলাখনির মহাব্যবস্থাপক মীর আব্দুল হান্নান বলেন, শ্রমিকদের দাবি করা ২০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। তবে সোমবার যে কোন সময় এ নিয়ে শ্রমিকদের সাথে তিনি আলোচনায় বসবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License