জয়পুরহাটে লাইন উপড়ে ফেলায় রাজশাহী খুলনা পার্বতীপুর রেল যোগাযোগ বিচ্ছিন্ন
জয়পুরহাট প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী রেলপথ, সড়কপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে জয়পুরহাট সদর উপজেলার উড়ি-মাধবপুর এলাকায় রেললাইন উপড়ে ফেলা হয়েছে।
এ কারণে বুধবার ২৭ নভেম্বর সকাল ৭টার পর থেকে জয়পুরহাটের সাথে রাজশাহী, খুলনা ও পার্বতীপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ অবস্থায় জেলার আক্কেলপুর স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
তবে এ ঘটনা জানার পরপরই রেলওয়ের পক্ষ থেকে ওই স্থানে উপড়ে ফেলা রেললাইন পুন:স্থাপনের কাজ শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানিয়েছেন।
No comments:
Post a Comment