আমাদের সিলেট ডটকম:
তফসীল ঘোষণার পর পরই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হওয়া মিছিলে পুলিশের ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পরপরই নগরীর সোবহানীঘাট এলাকায় একটি ট্রাক ভাংচুর করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই নগরীতে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট নগরীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী তফসীল ঘোষণার পর পরই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি জিন্দাবাজারে পৌঁছালে পেছনের অংশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ। ফলে মিছিলের পেছনের অংশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশের ধাওয়ার মুখে বিএনপি নেতাকর্মীদের একাংশ তাঁতিপাড়া হয়ে পালিয়ে যায়। অপর অংশ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান। সেখানে গিয়ে সমাবেশে না করেই মিছিল শেষ করা হয়।
এদিকে, তফসীল ঘোষণার ৮/১০টি মোটর সাইকেল নিয়ে মিছিল বের করে বেশ কয়েক জন যুবক ঝটিকা মিছিল নিয়ে আসে নগরীর সোবহানীঘাট এলাকায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ট্রাকের গ্লাস ভাংচুর করে। এ সময় সোবহানীঘাট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে ফেলেন।
এদিকে, জিন্দাবাজার এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে। নির্ধারিত সময়ের আগেই মার্কেটগুলো বন্ধ করে দেয়া হয়। আতঙ্কিত লোকজন দ্রুত জিন্দাবাজার ত্যাগ করেন। জিন্দাবাজার মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, বিজিবি’র ৮/১০টি গাড়ী টহল দেয় ঐ এলাকায়।
জিন্দাবাজারে অবস্থানরত কোতোয়ালী থানার এসি মল্লিক আহসান উদ্দিন সানি জানান, নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর আছে। বিচ্ছিন্নভাবে যারা গাড়ী ভাংচুর করছে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম নগরীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ধ্যার পর থেকে বিজিবি’র ৪টি গাড়ী নগরীর সিটি পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
নগর জুড়ে উদ্বেগ-আতঙ্ক : বিজিবি মোতায়েন – নির্বাচনী তফসীলের প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া : সোবহানীঘাটে গাড়ী ভাংচুর
Monday, November 25, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment