গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Friday, November 29, 2013

গোলাপগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে একটি স্যানেটারী দোকানের প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এরমধ্যে অধিকাংশ মালামাল পুড়ে ভুস্মীভূত হয়ে যায়। দ্বিতল ভবনটির বড় ধরণের ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস’ল পরিদর্শন করেন। মাত্র ৫ মাসের ব্যবধানে গোলাপগঞ্জ বাজারের আবারও অগ্নিকান্ডের সুত্রপাত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংকের বিরাজ করছে।

শুক্রবার বেলা আড়াইটায় গোলাপগঞ্জ চৌমুহনীর পূর্বপ্রান্তে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে গোলাপগঞ্জ স্যানেটারী নামক দোকানের ২য় তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শুক্রবার ছুটির দিন থাকায় দোকানটিও বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পৱাষ্টিকের পাইপে লাগলে দাউদাউ করে জ্বলতে থাকে। এক পর্যায়ে আগুনের ধোয়া বের হয়ে আশপাশ এলাকা আচ্ছন্ন করে ফেলে। জীবনের ঝুঁকি নিয়ে তাৎক্ষণিক ভাবে স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। সংবাদ পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহযোগীতায় প্রায় ১ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে স্যানেটারী সামগ্রীসহ অনেক মুল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক, তরুণ ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু জানান। ধারণা করা হচ্ছে, তালাবদ্ধ দোকানটির ২য় তলায় বৈদ্যুতিক সটসার্কিটের কারণে হয়ত অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘটনাস’লে উপস্থিত হয়ে তা পরিদর্শন করেন। এছাড়াও অগ্নিকান্ডের সংবাদ শুনে গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা জমিয়তের সহ-সভাপতি সামসুদ্দিন বানিগ্রামী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, আওয়ামী লীগের সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সাংগঠনিক সম্পদক সালেহ আহমদ বাদল, জেলা জমিয়ত নেতা মাওলানা আজিজুর রহমান সিরাজ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হানিফ খাঁনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপসি’ত হন। এদিকে ভয়াবহ অগ্নিকান্ড থেকে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের রক্ষায় তাৎক্ষণিক ভাবে সর্বস্তরের জনগণ এগিয়ে এসে সহযোগীতা করায় বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী, সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License