আমাদের সিলেট ডটকম:
সড়ক অবরোধ ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরে ডাকে সকাল সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে নগরীর ওসমানী মেডিক্যাল রোড এলাকা থেকে ছাত্র শিবিরের মদন মোহন কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ ১১ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ।
সকালে নগরীর ওসমানী মেডিক্যাল রোড এলাকায় মিছিল বের করর চেষ্টা করে ছাত্রশিবির কর্মীরা। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এখান থেকে র্যাব গ্রেফতার করে ইসলামী ছাত্রশিবির মদন মোহন কলেজ শাখা সভাপতি পারভেজ আহমদ ও ছাত্রশিবির নেতা আব্দুল হামিদকে একটি মোটর সাইকেলসহ আটক করে। পরে এদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করে র্যাব। এছাড়া, নগরীর রিকাবীবাজার, মদীনা মার্কেট, জিন্দাবাজার, শাহীদ ঈদগাসহ বিভিন্ন স্থান থেকে ছাত্রশিবিরের আরো ৯ কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
সকালে নগরীর মজুমদারী এলাকায় সিলেট বিমান বন্দর সড়ক অবরোধ করার চেষ্টা করে ছাত্রশিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বিমান বন্দর পুলিশ ঘটনাস্থলে আসলে ছাত্রশিবির কর্মীরা চলে যায়। একই সময়ে মদীনা মার্কেট এলাকাতেও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ছাত্রশিবির কর্মীরা।
হরতাল চলাকালে নগরীতে সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ আছে। নগরীতে কোন প্রকার যানবাহন চলাচল করছেনা। দৰিণ সুরমা ও উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
নগরীতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
সিলেটে ছাত্রশিবিরে ডাকে হরতাল চলছে : গ্রেফতার ১১
Saturday, December 14, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment