মানবজমিন: সংবিধান বিশ্লেষক মিজানুর রহমান খান বলেছেন, দুই দলের সমঝোতার জন্য সংবিধান কোন বাধা নয়। রাজনৈতিক সংকটের সমাধানে সমঝোতার মাধ্যমেই ৯১ সালে প্রধান বিচারপতি সাহাবউদ্দীনকে অস্থায়ী প্রেসিডেন্ট করা হয়েছিল। সে সময় সংবিধান কোন বাধা হয়নি। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিনিক্রিয়ায় এ সংবিধান বিশেষজ্ঞ বলেন, বিচারপতি সাহাবউদ্দীন প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার আগে সংসদে একটা বক্তৃতা করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, নির্বাচনে তত্ত্বাবধায়ক প্রধান হিসাবে দায়িত্ব পালনের ভিত্তি সংবিধান নয়। এটা তিন জোটের রূপরেখা অনুসারে সমঝোতার ভিত্তিতেই হয়েছে। ফলে এটা সাংবিধানিক বিচ্যুতি অতিক্রম করেছে। সে সময় তাকে স্বপদে ফিরিয়ে নেয়ার জন্য সংসদে একাদশ সংশোধনী পাশ করা হয়েছিল। বৃহত্তর সমঝোতার সমর্থনেই এমনটি হয়েছিল। শুধু তাই নয়, ২০০৭ সালে হাইকোর্টের একটি জাজমেন্টেও এমন উদাহরণ পাওয়া যাবে। এ আইন বিশেষজ্ঞ বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিন অতিক্রমের পর হাইকোর্টে একটা রিট হয়েছিল। ৯০ দিনের পরও কিভাবে সরকারের বৈধতা থাকতে পারে এমন অভিযোগ ছিল সেই রিটে। তখন বিচারপতি মো. আবদুর রশিদ রায়ে বলেছিলেন, দুই জোটের সমঝোতাই গুরুত্বপূর্ণ। সুতরাং, সমঝোতাই গণতন্ত্রে মূল বিষয়। সমঝোতা হলে সংবিধান কোন সমস্যা হতে পারে না। যেকোন ভাবেই দুই জোটের মধ্যে সমঝোতা হওয়া এখন জরুরি। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে। কিন্তু তারা কিছুই প্রয়োগ করল না। স্বাধীনতার জন্য তাদের কোন উদ্যোগই আমরা দেখিনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment