জগন্নাথপুরে নবম ফুটবল লীগ সম্পন্ন ॥ মেঘনা একাদশকে হারিয়ে হবিবপুর একাদশ বিজয়ী

Wednesday, December 4, 2013

গোলাম সারওয়ার, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবম ফুটবল লীগ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে পৌর শহরের ইকড়ছই হার্বনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে ফুটবল লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০ টি দল অংশ গ্রহন করে। গতকাল বুধবার ফাইনাল প্রতিযোগিতা উপলৰে স্টেডিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি সুহীন আহমদ দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজর্বল ইসলাম নজিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হার্বন রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস’ার সদস্য সালাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ। সভা শেষে ফাইনাল প্রতিযোগিতা শুর্ব হয়। ফাইনাল প্রতিযোগিতায় হবিবপুর একাদশ ও মেঘনা দাওরাই একাদশ অংশ গ্রহন করে। নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষে ৫-০ গোলে মেঘনা দাওরাই একাদশকে হারিয়ে হবিবপুর একাদশ বিজয়ী হয়।

এদিকে-গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ফুটবল প্রেমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্টেডিয়ামসহ আশপাশ এলাকা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License