আমাদের সিলেট ডটকম:
সিলেটের ৬ আসনে আজ বিকেল পর্যন্ত জাপা’র ৭ প্রার্থীর মধ্যে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।আজ বিকেল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছেন সিলেট-১ আসনে জাপার প্রার্থী বাবরুল হোসেন বাবুল, সিলেট-২ আসনের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী ও সিলেট-৩ আসনে ব্যারিস্টার হক ইমানুল হামিদ।
এদিকে জাপা চেয়ারম্যান এরশাদের হুকুম তামিল করেননি সিলেট জেলার অধিকাংশ প্রার্থী।এরশাদের নির্দেশ উপেক্ষা প্রসঙ্গে জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন বলেছেন, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকায় প্রার্থীরা আজ সবাই মনোনয়ন প্রত্যাহার করেননি।
১০ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২ ডিসেম্বর সিলেট জেলার ৬টি আসনে জাতীয় পার্টির মোট ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এরা হলেন- সিলেট-১ আসনে সাবেক পৌরসভা চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, সিলেট-২ আসনে ইয়াহ্ইয়া চৌধুরী, সিলেট-৩ আসনে ব্যারিস্টার হক ইমানুল হামিদ ও উছমান আলী চেয়ারম্যান, সিলেট-৪ আসনে এটিইউ তাজ রহমান, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন ও শাব্বির আহমদ এবং সিলেট-৬ আসনে সেলিম উদ্দিন।
আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় যোগাযোগ করা হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-৫ ও ৬ আসনে জাপা’র মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন বলেন, এখনো সময় আছে। আগামী ১৩ তারিখের মধ্যেই সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
প্রসঙ্গত: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে সিলেটের ৬টি আসনে মোট ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৩জন ছাড়া বাকি সবাই গত ২ ডিসেম্বর মনোনয়ন জমা দেন।
No comments:
Post a Comment