চলমান সন্ত্রাস নৈরাজ্য নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সিলেটবাসীর অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক : সিলেটের সর্বস্তরের মানুষ দেশজুড়ে আগুনে পুড়িয়ে মানুষ মারা, রেলে নাশকতা, বাসাবাড়ি, কলকারখানা ও যানবাহনে অগ্নিসংযোগ ও লুটপাট এবং শিক্ষাক্ষেত্রে বিপর্যয় সৃষ্টিসহ চলমান সবধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মহান বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার ঘোষণা করেছেন।
শনিবার ৭ ডিসেম্বর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই অঙ্গীকার ঘোষণা করা হয়।
'নৈরাজ্যের বিরুদ্ধে আমরা' এই মানববন্ধনের আয়োজন করে। এতে সিলেটে সকল শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও ভাস্কর রঞ্জন দাস, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আইনজীবী হুমায়ুন কবির বাবুল, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সাংবাদিক আল-আজাদ, কবি এ. কে শেরাম, নারী সংগঠক বিলকিস নূর, নার্সেস এসোসিয়শেন প্রতিনিধি রেখা বণিক প্রমুখ। সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম ও নাট্য সংগঠক রজত কান্তি গুপ্ত বক্তব্য পর্ব পরিচালনা করেন।
No comments:
Post a Comment