এ দেশকে আমরা কোন ঘাতকের ঘৃণার আগুনে পুড়ে যেতে দিতে পারিনা : ঢাকা ঘোষণা

Saturday, December 7, 2013

এ দেশকে আমরা কোন ঘাতকের ঘৃণার আগুনে পুড়ে যেতে দিতে পারিনা : ঢাকা ঘোষণা


বিশেষ প্রতিবেদক : সহিংসতা প্রতিরোধে জনতা দেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ ও প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালনের ধারাবাহিকতায় শনিবার ৭ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে।

দেশে বিরাজমান রাজনৈতিক অরাজকতা ও সহিংসতার মোকাবেলায় জনতার প্রতিরোধকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশের ঘোষণায় বলা হয়, ক্ষমতার রাজনীতি ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই জোটের বিশেষ করে দুটি প্রধান দলের বিপরীতমুখী অবস্থানের পটভূমিতে মৌলবাদী সাম্প্রদায়িক চক্র তাদের নিজস্ব সহিংসতা সারাদেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। সহিংসতার এই ধরন আরো বিস্তৃত হলে এর আর্থসামাজিক ও রাজনৈতিক পরিণতি হতে পারে ভয়াবহ। আর তাই অবিলম্বে এই ধ্বংসের রাজনীতি বন্ধ করা দরকার। আমরা বিশ্বাস করি, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাসনায় অন্ধ না হয়ে যদি সত্যিকার অর্থে দেশের বর্তমান সংকট সমাধানে সচেষ্ট হয়, তাহলে অবিলম্বে জাতি এই হত্যা, নৈরাজ্য আর ধ্বংসের হাত থেকে মুক্তি পায়। তাই আজ সংঘাতমূলক রাজনীতি প্রত্যাখ্যানের দাবিতে জনগণের ঐক্য আর প্রতিরোধের কোন বিকল্প নেই।

আরো বলা হয়, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি দেশ ও দেশের মানুষকে চলমান রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা ও সহিংসতার হাত থেকে মুক্ত করার সংগ্রামকে আরো শক্তিশালী ও সুসংহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলের প্রতি আমরা আহবান জানাই। একই সঙ্গে আমরা মৌলবাদী সাম্প্রদায়িক চক্রের হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License