আমাদের সিলেট ডটকম :
সপ্তাহব্যাপী অবরোধ চলাকালে নিহতদের স্মরণে গতকাল সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে ১৮ দলীয় জোট। সিলেট বিভাগের ৩ জেলায় কর্মসূচি পালিত হলেও সুনামগঞ্জে ১৮ দলীয় জোট এই কর্মসূচি পালন করেনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গায়েবানা জানাজা পূর্ব সমাবেশগুলোতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে। কিন্তু এইসব গণতন্ত্রকামী মানুষকে পাখির মত গুলী করে হত্যা করা মানবাধিকার, সংবিধান ও গনতন্ত্র পরিপন’ী। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোট আন্দোলন করলেও এই দাবী এখন গণদাবীতে পরিনত হয়েছে। এই দাবীতে সর্বস্তরের জনতা আজ রাজপথে নেমে পড়েছে। কিন্তু সরকারের নৃশংসতার বলী হচ্ছে সাধারণ মানুষ। দেশপ্রেমিক জনতার লাশের উপর দিয়ে ক্ষমতায় যেমন ঠিকে থাকা যায়না তেমনি ক্ষমতায়ও যাওয়া সম্ভব নয়। আন্দোলন দমন করতে গুলি করে মানুষ হত্যার নৃশংস রাজনীতি পরিহার করুন। জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে পদত্যাগ করে জাতিকে সংঘাত থেকে মুক্তি দিন।
সিলেট : গতকাল শুক্রবার বাদ জুম’আ নগরীর কোর্ট পয়েন্টে ১৮ দলীয় জোট ঘোষিত সপ্তাহব্যাপী টানা অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরনে সিলেট জেলা ও মহানগর ১৮ দলীয় জোট এর উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
জানাজায় ইমামতি করেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মুফতী ফয়জুল হক জালালাবাদী। জানাজায় ১৮ দলীয় জোটভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, ১৮ দলীয় জোট সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জাগপা জেলা সভাপতি মকসুদ হোসেন, জমিয়তের মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা খলীলুর রহমান ও প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও সিলেট জেলা ১৮ দলের জোটের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও মোঃ শাহজাহান আলী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর বিএনপির প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম আব্দুল্লাহ আল মামুন, এলডিপি জেলা সাধারণ সম্পাদক শামীমুর রশিদ চৌধুরী অপু, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, দক্ষিণ সুরমা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, ছাত্র মজলিসের মহানগর সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরী, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি হাসান আহমদ, জামায়াত নেতা আব্দুস শাকুর, মাওলানা আব্দুল মুকিত, আব্দুল্লাহ আল মুমিন, আজিজুল ইসলাম ও শামীম আহমদ, জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া ফয়েজ, বিএনপি নেতা ডা: আশরাফ আলী, শেখ ইলিয়াস আলী, আব্দুল আহাদ হেলাল, কয়েস আহমদ সাগর, শাহ আলম স্বপন, আতিকুর রহমান, আব্দুর রাজ্জাক গাজী, ছাত্রদল নেতা সালেহ আহমদ খান, এমদাদুল হক স্বপন, আফছর খান, জাহেদ আহমদ তালুকদার, খোকন আহমদ, আলী আকবর রাজন, সোহেল ইবনে রাজা, আহমদ শরীফ প্রমুখ।
মৌলভীবাজার :, ১৮ দলীয় জোটের ডাকা টানা ১ সপ্তাহ অবরোধ পালনকালে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সারা দেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৬ ডিসেম্বর বাদ জুম্মা শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদ সম্মুখে বিপুল সংখ্যক মুসল্লিদের উপসি’তিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও মৌলভীবাজার ১৮ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক, সাবেক এমপি এম নাসের রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, প্রবীন রাজনীতিবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। জানাহায় ইমামতি করেন জেলা উলামা দলের সেক্রেটারী মৌলানা আব্দুর রহিম মজুমদা। জানাজা শেষে মুনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তের সহকারী সেক্রেটারী মাওলানা শাহ মাশুকুর রশীদ। জানাজায় উপসি’ত ছিলেন জোটের জেলা সদস্য সচিব এমএ মুকিত, জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারী এম শাহেদ আলী, সদর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকি, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ ইউসুফ আলী, জেলা যুবদল নেতা মুজিবুর রহমান মজনু, জামায়াত পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, পৌর বিএনপি আহ্বায়ক এডভোকেট আনোয়ার আক্তার শিবলী, সদর উপজেলা সদস্য সচিব মো. ফখরুল ইসলাম প্রমুখ।
হবিগঞ্জ : হবিগঞ্জে ১৮ দলীয় জোটের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ২টায় পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ।
No comments:
Post a Comment