আমাদের সিলেট ডটকম:
বিশ্বকাপ ভেন্যু হিসেবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম অবশেষে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদায় অভিষিক্ত হতে যাচ্ছে।
আজ বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শণ শেষে আইসিসি প্রতিনিধি দল আশ্বাস দিয়েছে, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বহুল প্রত্যাশিত ম্যাচ গড়াবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। এখন শুধু অপেক্ষা আইসিসি’র আনুষ্ঠানিক ঘোষণার।
আজ বেলা ২টায় আইসিসি’র ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে আইসিসি প্রতিনিধি দল সিলেট শেষ বারের মত পরিদর্শনে আসে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। প্রতিনিধি দলের সদস্যরা মাঠের নির্মাণ কাজের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন। এ সময় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও বিসিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে ছিলেন।
পরিদর্শন শেষে আইসিসি’র প্রতিনিধি দল প্রধান ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, অবকাঠামোগত সব কাজ সুচারুভাবে শেষ হয়েছে। আগামীকাল থেকেই বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হবে। আশা করছি, সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে। তিনি জানান, আগামী বিশ্বকাপের আগেই ১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিসিবি’র পরিচালকব মাহবুবুল আলম, কিউরেটর গামিনী সিনহা, বিসিবি কর্মকর্তা লোকমান হোসেন ভূইয়া, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল, ১৭ ফেব্রুয়ারি সিলেটে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে ম্যাচ
Wednesday, December 4, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment