তেতলীতে মতবিনিময় সভা ও গণজমায়েত – দক্ষিণ সুরমাবাসীকে গ্যাসের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

Thursday, December 5, 2013

দক্ষিণ সুরমাবাসীকে বঞ্চিত করে বিশ্বনাথ-বালাগঞ্জের জনপদে গ্যাসসুবিধা প্রদানের প্রতিবাদে ও দক্ষিন সুরমার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে গতকাল বৃহস্পতিবার তেতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।


তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী। দক্ষিণ সুরমাবাসীর গ্যাস দাবির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সভায় সবার সংহতি ও সম্মতিক্রমে আগামী ১১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার ওতির বাড়ি থেকে লালাবাজার পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর পরেও দক্ষিণ সুরমাবাসীর প্রাণের এবং ন্যায্য দাবি আদায় না হলে ওই দিনই বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও গত সপ্তাহ ধরে উপজেলার ঘরে ঘরে লিফলেট বিতরণ, উল্লেখযোগ্য প্রতিটি স্থানে পোস্টার ও ব্যানার টানানো, উপজেলাজুড়ে মাইকিং, গণসংযোগ অব্যাহত রয়েছে।


তেতলী ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক মিয়ার পরিচালনায় গতকাল অনুষ্ঠিত মতবিনিময় ও গণজমায়েত সভায় একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, মকবুল হোসেন মামুন, শ্রমিক নেতা তেরা মিয়া, ওয়ারিস আলী মেম্বার, ফখরুল ইসলাম বাদল, ছাত্রনেতা লোকমান আহমদ, শহীদুর রহমান মেম্বার, নছির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জিলাল খান, জমির আলী মেম্বার, আবদুল গফফার, শামসুল হক বাদশা, গৌছ মিয়া, আমীনুর রহমান শিফতা, আনোয়ার হোসেন, শহীদ রেজা মেম্বার, ময়নুল হক টেনু, রমজান আলী, বাবুল মিয়া, আবদুল মুমিন ছইল মিয়া, আবদুল আহাদ, আখলিস মিয়া, কবির মিয়া, মো. খলিলুর রহমান, সেলিম আহমদ, ছাত্রনেতা গোলাম কিবরিয়া প্রমুখ।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মেম্বার, জয়নাল মেম্বার, আলী হোসেন, ফয়জুল ইসলাম ইঞ্জিনিয়ার, জাহেদ আহমদ, বাবুল মিয়া, ফয়জুর রহমান গেদন, এস এ ফয়ছল, আবুল কালাম আজাদ, সুহেল, আলাল আহমদ, আ. রহমান সায়মন, খলিলুর রহমান, আলমগীর হোসেন, লুৎফুর রহমান, আবদুল কুদ্দুস, শামীম আহমদ, এনামুল হক, সইদুল ইসলাম, মোক্তাদির হোসাইন, আল-আমিন, রাজন মিয়া, এস কে সজিব, সুরমান আলী, রাজন ইসলাম, সুমন মিয়া, মিনার আলী, আজমান আলী, জুয়েল মিয়া, নেফুর, জামাল মিয়া, বদরুল ইসলাম, আবদুল মালেক, এমএ হক, মাছুম আহমদ, নাজমুল হুদা, রায়হান আহমদ, ইয়াছির হামিদ, আবুল হাসনাত, ইমন আলী, বদরুল ইসলাম, কাবুল মিয়া, হুশিয়ার, আনোয়ার ইসলাম প্রমুখ।


সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার গ্যাসবঞ্চিত এলাকাবাসীর প্রাণের ও নাগরিক দাবি গ্যাস পাওয়ার। পুণ্যভূমি সিলেটের পার্শ্ববর্তী অভিজাত এলাকা দক্ষিণ সুরমা উপজেলা। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আধুনিকায়নের এ যুগে গ্যাসসুবিধা থেকে আজও বঞ্চিত এ অঞ্চলবাসী। তার উপর হৃদয়ে আবার রক্তকরণ ঘটিয়ে দক্ষিণ সুরমারই বুক চিরে বিশ্বনাথ-বালাগঞ্জের জনপদে গ্যাসসুবিধা প্রদান করা হচ্ছে। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। দক্ষিণ সুরমাবাসীকে তাদের গ্যাসের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।


বক্তারা আরো বলেন, গ্যাসের দাবি আদায়ে যেসব প্রক্রিয়া অবলম্বন করতে হবে সবকিছুই আমরা করবো। আমরা গ্যাস চাই। বক্তারা আরো বলেন, দাবি আদায় না হলে কঠোর এবং চূড়ান্ত আন্দোলন কর্মসুচির ডাক দিতে বাধ্য হবে উপজেলাবাসী। বক্তারা এ আন্দোলনকে কোনো রাজনৈতিক ইস্যু বানিয়ে ভিন্ন খাতে প্রবাহিত না করতে সর্বমহলের প্রতি আবারও অনুরোধ জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License