নতুন বার্তা,ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ আরো ৫৯ ঘণ্টা বাড়ানো হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টার পরিবর্তে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের এই কর্মসূচি।
সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বর্ধিত কর্মসূচির কথা জানান।
অজ্ঞাত স্থান থেকে পাঠানো এই ভিডিও বার্তায় সালাহউদ্দিন আহমেদ বলেন, “গৃহপালিত বর্তমান নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুমের তামিল করছেন। তাই এ কমিশনের ঘোষিত তফসিল স্থগিত না করার প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যা চলবে বৃহস্পতিবার বিকলে পাঁচটা পর্যন্ত।”
তিনি অভিযোগ করে বলেন, “গণআন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে আওয়ামী লীগ নিজেরা পুড়িয়ে মানুষ মারছে। দেশের মানুষ এ সরকারের পতন চায়।”
তিনি আরো বলেন, “আমরা এখনো আশাবাদী প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেবেন।”
কষ্ট করে হলেও এ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপির মুখপাত্রের দায়িত্ব পাওয়া এই নেতা
No comments:
Post a Comment